দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচীতে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে। মামলায় বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ বিএনপির ৫০ জন নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত ৭০ জন আসামী করা হয়েছে।
রবিবার (১২ ফেব্রুয়ারি) আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) নুর ই আলম সিদ্দিকী বাদী হয়ে মামলা দায়ের করেন। এ ঘটনায় যুবদল নেতা ইয়াকুব (২৭)কে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপি নেতাকর্মীরা ঢাকা সিলেট মহাসড়কে উঠে রাস্তা বন্ধ করে দেয়। তারা গাড়ি চলাচল রোধ করে গাড়ি ভাংচুরের চেষ্টা করে। আমরা তাদের নিবৃত্ত করতে চেষ্টা করলেও তারা রাস্তা ছাড়তে রাজী হয়নি। এই ঘটনায় যুবদল নেতা ইয়াকুবকে গ্রেফতার করে ৫দিনের পুলিশ রিমান্ড চেয়ে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গত শনিবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকায় পদযাত্রা কর্মসূচী পালন করতে গেলে পুলিশ বাধা দেয় বিএনপি নেতাকর্মীদের। এসময় বিএনপি নেতাকর্মীরা বাধা উপেক্ষা করে সামনে যেতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে। এতে বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ টিয়ার গ্যাস ও গুলি ছুড়ে। এতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদ মোল্লা গুলিবিদ্ধ হন এবং ১৫ নেতাকর্মী আহত হন।
মামলায় এজাহারনামীয় আসামিরা হলেন- পাঁচরুখী গজারিয়াপাড়া এলাকার আবদুল মজিদের ছেলে মো.ইয়াকুব, মৃত.মোস্তাফিজুর রহমানের ছেলে নজরুল ইসলাম আজাদ আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি, চামুরকান্দি গ্রামের মৃত আবদুল মালেক ভুইয়ার ছেলে মোঃ ইউসুফ আলী ভূঁইয়া, শ্রীনিবাসদী গ্রামের মৃত.জয়নাল মেম্বারের ছেলে মাছুম সিকারী, পাচঁরুখী পশ্চিমপাড়া এলাকার মৃত.হাছেন আলী ভুইয়ার ছেলে মোঃ খোরশেদ আলম,লতবদী গ্রামের মৃত.রুপ মিয়ার ছেলে মোঃ মফিজুল ইসলাম,
বাজবী দুপ্তারা গ্রামের মৃত.আমিনউদ্দিনের ছেলে মোশারফ হোসেন, রসুলপুর মোল্লাপাড়া গ্রামের মৃত.হাবিব মোল্লার ছেলে মাসুম, পুরিন্দাবাজার এলাকার মৃত.আনিসুর রহমানের ছেলে রিপন মেম্বার, সত্যবান্দি গ্রামের মৃত.ফজলুল হকের ছেলে এমরান ডাকাত, দক্ষিনপাড়া এলাকার আজিমউদ্দিনের ছেলে আসাদ, বাজবী এলাকার কাজলের ছেলে আল-আমিন, দক্ষিনপাড়ার আজগড় আলীর ছেলে আলমগীর, সামসুলের ছেলে মোঃ সাদেক, পাকাতুয়া সাতগ্রামের মৃত.আবদুস সালামের ছেলে শফিকুল, ছনপাড়া মৃত.রহিমের ছেলে তানভীর, ছনপাড়া মাইজপাড়া এলাকার আবদুল করিমের ছেলে হিরণ,পাচঁরুখী দিঘীরপাড় এলাকার মিল্লাত ,
ছনপাড়া মাইজপাড়া এলাকার খোরশেদ মিয়ার ছেলে বাবুল,মৃত.আলেকের ছেলে আতাউর মেম্বার, পাচঁরুখী মাইজপাড়া এলাকার হাজীকুরের ছেলে রবিউল ইসলাম,ছনপাড়া মাইজপাড়া এলাকার আনারের ছেলে আকাশ,পাচঁরুখী মাইজপাড়া এলাকার ইলিয়াসের ছেলে সজল, হাবিবুর ভূঁইয়া , পুরিন্দা মান্নান চেয়ারম্যানের ভাতিজা রনি,রসুলপুরের ফায়জুর রহমানের ছেলে রেজাউল করিম,পাচঁরুখী গজারিয়াপাড়া এলাকার নাদিমের ছেলে নাহিন,আবদুল মজিদের ছেলে খোরশেদ, পুরিন্দার অখিলউদ্দিনের ছেলে নয়ন ও নাঈম, এবং কাইয়ুম , পুরিন্দা বড়বাড়ি এলাকার আবদুল রশিদ সরকারের ছেলে সাইফুল, পাচঁরুখী গজারিয়াপাড়া এলাকার জজ মিয়ার ছেলে সাজু ,
মাহবুবের ছেলে শাওন, মাইজপাড়া এলাকার কানা সাত্তারের ছেলে ইয়াকুব, বাহাদুরপুর গ্রামের বোরহানের ছেলে কামাল, পাঁচরুখীর মৃত.কবীরের ছেলে মামুন, মৃত.ফারুকের ছেলে ইকবাল, পাঁচরুখী পুর্বপাড়া এলাকার মৃত.বকুলের ছেলে অপু ও রুহুল আমিন, পাঁচরুখীর মৃত.সুরুজ আলীর ছেলে আবদু,নতুন বান্টি এলাকার আবদুল করিমের ছেলে মোঃ ইকবাল হাসান, পুরিন্দা বাজারের মৃত.আলীর ছেলে সবুর, টেকপাড়ার নুরু প্রধানের ছেলে সেলিম, চারিগাওয়ের মৃত.নুর মোহাম্মদের ছেলে আলী ডাকাত, রসুলপুরের মৃত.দৌলত মোল্লার ছেলে মুকবুল, টেকপাড়ার আবদুল আউয়ালের ছেলে কাজল এবং রানা।