দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কোতালেরবাগ বউ বাজার এলাকার ব্যবসায়ী মোঃ খোরশেদ আলমের কাছ থেকে ১০ লাখ নিয়ে আত্মসাৎ করায় তাসলিমা আক্তারকে ১ বছরের কারাদন্ড ও ১০ লাখ টাকার ফেরত প্রদানের নির্দেশ দিয়েছে বিজ্ঞ আদালত।
মামলার বিবরনে জানা যায়,কোতালেরবাগ বউ বাজার এলাকার মৃত মোঃ আব্দুর রহমানের পুত্র মোঃ খোরশেদ আলম বিজ্ঞ যুগ্ম দায়রা জজ ৩য় আদালতে সেসন নং-১৬৭/২০ মামলা দায়ের করেন।
মামলায় বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার জালিরচর গ্রামের আলম সরদার ও আলেয়া বেগমের কন্যা মোসাঃ তাছলিমা আক্তারকে আসামী করে মামলা দায়ের করেন।
২০২১ সালের ৭ মার্চ বিজ্ঞ যুগ্ম দায়রা জজ ৩য় আদালতের বিচারক এলিনা আক্তার এনআই এ্যাক্ট ১৩৮ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০ লাখ টাকা জরিমানা এবং ৬০ দিনের মধ্যে নগদ ১০ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেন।
রায়ের খবর পাওয়ার পর হতে আসামী তাছলিমা আক্তার পলাতক রয়েছে বলে জানান মামলার বাদী খোরশেদ আলম।