দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে নিয়ে বক্তব্য রাখেন মুকুল। গত ২ ফ্রেবুয়ারি লিফলেট বিতরন কালে সংক্ষিপ্ত বক্তব্যে কালে মহানগর বিএনপির নেতা আতাউর রহমান মুকুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের জন্য যুদ্ধ করেছে, স্বাধীনতার ঘোষক। সেই ইতিহাসকে মুছে ফেলার জন্য এই অবৈধ সরকার চেষ্টা চালাচ্ছে। বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধে তার কোন অবদান নেই। এমন বক্তব্যে আওয়ামীলীগের শীর্ষ নেতাদের মুখে কোন কথা শোনলেও অবশেষে এর তীব্র প্রতিবাদসহ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য আওয়ামীলীগের শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষন করেছেন বন্দর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস আই জুয়েল ও ছাত্রলীগ নেতা মোঃ সোহেল মিয়া।
কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতা রোববার নিজ ফেইসবুক আইডিতে লাইভে গিয়ে আতাউর রহমান মুকুলের বক্তব্যে বিষয়ে পাল্টা জবাব দেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
অপরদিকে বন্দর উপজেলা আওয়ামীলীগের নেতা ও থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস আই জুয়েল বলেন, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে কোন অবদান নেই। এমন বক্তব্য বিএনপির নেতা আতাউর রহমান মুকুল কিভাবে বলে। তার এমন বক্তব্য শোনার পরও জেলা ও মহানগর আওয়ামীলীগের শীর্ষ নেতারা কি কারনে নীরব ভূমিকা পালন করছে তা রহস্যময়। মুকুলের এমন বক্তব্যে রাষ্ট্রদ্রোহীর সামিল।
সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী শেখ মজিবুর রহমানকে নিয়ে এমন একটি বক্তব্য যা মিডিয়ায় ফলোও করে প্রচার হয়েছে। অথচ সবাই কেমন যেন নীরব। কি কারনে নীরবতা পালন করছে তা আমার বোধগম্য নয়। আতাউর রহমান মুকুলের এমন বক্তব্যে দ্রুত প্রত্যাহারের দাবী জানান এ নেতা। অন্যথায় দলের তৃনমুল হতে শুরু করে শীর্ষ নেতাদের নিয়ে কঠোর অবস্থানে যাওয়া হবে।