দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বন্দরে বিআইডব্লিউটিসি ৩নং ডকইয়ার্ডে চুরি মামলায় মাদক ব্যবসায়ী মহসিন ওরফে মুইচ্ছা ও তার সহযোগী জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার (১২ ফেব্রুয়ারী) রাতে বন্দর থানার সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত শনিবার (১১ ফেব্রুয়ারী) গভীর রাতে বন্দর থানার নবীগঞ্জ উত্তর নোয়াদ্দাস্থ উল্লেখিত ডকইয়ার্ডে এ চুরি ঘটনা ঘটে।
যার মামলা নং- ১২(২)২৩ ধারা- ৪৫৭/৩৮০পেনাল কোড-১৮৬০। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা এনায়েরতনগর এলাকার নাসির উদ্দিন মিয়ার ছেলে মহসিন ওরফে মুইচ্ছা (৩২) ও সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলী এলাকার মৃত সাইফুর রহমান মিয়ার ছেলে জাকির হোসেন (৩৫)। গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
মামলা তথ্য সূত্রে জানা গেছে, গত শনিবার (১১ ফেব্রুয়ারী) রাত আড়াইটা থেকে সাড়ে ৪টার মধ্যে যে কোন সময়ে অজ্ঞাত চোরের দল ডকইয়ার্ডে প্রবেশ করে।
প্রতিষ্ঠানের ম্যানেজারের অফিস কক্ষের দরজার তালা ও রিভিটার সপ এবং ওয়েলডিং সপ রুমের তালা কেটে ভিতরে প্রবেশ করে নগদ ৬০ হাজার টাকাসহ ১টি কম্পিউটার, ১টি ল্যাপটপ, ১টি স্ক্যানার ও সিসি ক্যামেরার যাবতীয় যন্ত্রাংশ, পিএবিএক্স টেলিফোনের সম্স্ত যন্ত্রাংশসহ, ওয়েলডিং রুমে থাকা ওয়েলডিং ক্যাবল, বৈদুতিক ক্যাবল ও ১টি চেইন কপ্পা চুরি করে ৩ লাখ টাকা ক্ষতি সাধন করে।
এ ঘটনায় বিআইডব্লিউটিসি ৩নং ডকইয়ার্ডের অফিস সহকারি আনোয়ার জাহিদ ভূইয়া বাদী হয়ে গত শনিবার রাতে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় চুরি মামলা দায়ের করেন।
এ ঘটনায় পুলিশ সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত দুই চোরকে আটক করে ওই মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করে।