দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ফতুল্লার মুসলিমনগর প্রেম রোড এলাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইক্বরা ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২ফেব্রুয়ারী সকালে স্কুল মাঠ প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে।
প্রধান শিক্ষক বিপাশা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি মোঃ মোশারফ হোসেন, মুসলিম নগর কেএম উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ জহিরুল ইসলাম,মুসলিম নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ আমির হামজা, বিদ্যালয়ের শিক্ষক জান্নাতুল ফেরদৌস, রেনু বেগম,মোঃ রাসেল, রাহেলা, আছিয়া আক্তার, সুমাইয়া, কামরুন নাহার ও বীথি।
এ সময় প্রতিষ্ঠানের সভাপতি মোঃ মোশারফ হোসেন বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। আমাদের সন্তানদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। সে ক্ষেত্রে শিক্ষকদের পালন করতে হবে গুরুত্বপূর্ণ ভুমিকা । শিশুদের মাতৃ স্নেহে পাঠদান করাতে হবে। আমি জানি ইক্বরা ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিটা শিক্ষক অতি যতœ সহকারে শিশুদের পাঠদান করান, আর তাই এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম দ্রুত মানুষের কাছে ছড়িয়ে পড়েছে।
আমাদের সন্তানদের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও গুরুত্বপূর্ণ, আমাদের দেশের ছেলে মেয়েরা বিশ্বের বিভিন্ন দেশে খেলাধুলার মাধ্যমে দেশের সুনাম বয়ে এনেছে। বিশ্বের কাছে বাংলাদেশকে পরিচিত করেছে, আমি আশা করি এক এই স্কুলের ছেলে মেয়েরা খেলাধুলার মাধ্যমে দেশের সুনাম করবে।