দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়নগঞ্জের সোনারগাঁয়ে গরু চোর চক্রের ৩ সদস্যকে আটক করে পুলিশে সোর্পদ করে এলাকাবাসী। রোববার রাতে উপজেলার বারদী ইউনিয়নের নাকরিয়াহাটি গ্রামে গরু চুরি করতে এসে এলাকাবাসী হাতে আটক হয় তিনজন।
গ্রেফতারকৃতরা হলেন আমিনুল ইসলাম, মোস্তফা ও আঃ বাতেন। গ্রেফতারকৃতদের পুলিশ সোমবার নারায়নগঞ্জ আদালতে গ্রেরণ করে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের নাকরিয়াহাটি গ্রামের কৃষক সুলতান মিয়ার গোয়াল ঘরে রোববার রাত সাড়ে ১২টার দিকে চোরের দল গরু চুরির উদ্দ্যেশে প্রবেশ করে।
এসময় এলাকাবাসী চোর ডাকাত পাহাড়া দেওয়ার সময় চোরেদের প্রবেশের টের পেয়ে তিন চোরকে হাতে নাতে আটক করে। পরে রাতেই পুলিশকে খবর দিয়ে আটককৃত তিন চোরকে পুলিশে সোর্পদ করে।
গ্রেফতারকৃত আমিনুল কুমিল্লা জেলার হাসানের ছেলে, মোস্তফা লালমনিরহাটের রুখো মিয়ার ছেলে ও বাতেন নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকার নুরু মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান,বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলের নির্দেশনায় বারদী ইউনিয়নের প্রতিটি পাড়া মহল্লায় পাহাড়ার কড়াকড়ি নির্দেশনায় ও চুরি ডাকাতি, ছিনতাই মাদক প্রতিরোধে এলাকায় গণসচেতনতা তৈরী করেন।
এ ধারাবাহিকায় প্রতি রাতেই এলাকা চুরি ও ডাকাতি রোধে এলাকাবাসীর সম্বনয়ে পাহাড়া বসানো হয়। রোববার রাতে এলাকাবাসী পাহাড়া দেয়ার সময় হাতেনাতে তাদের আটক করা হয়।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আহসান উল্লাহ জানান, গ্রেফতারকৃতরা গরু চোর চক্রের সক্রিয় সদস্য। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।