দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: পারিবারিক কলহের জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যাওয়া সেই ঘাতক স্বামী সাইদুর রহমান (৩৫)কে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে একথা জানান র্যাব-১১ এর অধিনায়ক লে কর্নেল তানভীর মাহমুদ পাশা।
এর আগে, ৪ ফেব্রুয়ারি কক্সবাজার সদর উপজেলা থেকে সাইদুর রহমানকে গ্রেফতার করে র্যাব।
র্যাব জানায়, প্রায় ১৫ বছর আগে ভিকটিম আখির সাথে তার বিয়ে হয় এবং বর্তমানে তাদের দুই ছেলে ও চার মাসের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে পরকীয়ার সন্দেহে প্রায়শই ভিকটিমের সাথে তাদের মধ্যে ঝগড়া হতো। এরই জেরে ২ ফেব্রুয়ারি রাত আড়াইটার দিকে ভিকটিমকে লোহার শিকল দিয়ে হাত-পা বেধে দুই ছেলের সামনে লোহার হাতুড়ি দিয়ে মাথায় এলোপাথাড়ি আঘাত করে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে উক্ত ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পিতা ইব্রাহীম বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন। যার মামলা নং- ০৫, তারিখ ০৩/০২/২০২৩, ধারা- ৩০২ পেনাল কোড। এর আগেও আসামীর বিরুদ্ধে তার খালাতো ভাই তুহিন (১৬)কে পিটিয়ে হত্যার অভিযোগ আছে বলে জানা গেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।