23 C
Nārāyanganj
বুধবার, মার্চ ২২, ২০২৩

গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে থাকার নির্দেশ

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃত্ব বিরোধ নিয়ে দ্বিতীয়বারের মত নেতাদের সাথে আলোচনায় বসলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে মহানগর বিএনপির কমিটি ঘোষনা করার পর পরই স্থানীয় সিনিয়র নেতাদের সাথে আলোচনায় বসলেন বলে জানান স্থানীয় নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বর্তমান পরিস্থিতি নিয়ে দলটির মহাসচিবের সাথে কথা বলছেন আব্দুস সবুর খান সেন্টু

রোববার (১২ই মার্চ) মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের নেতৃত্বে স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দরা দলটির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এ আলোচনায় বসেন।

গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে থাকার দিকনির্দেশনা দিচ্ছেন দলটির মহাসচিব

এসময়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহানগর বিএনপির বর্তমান সাংগঠনিক পরিস্থিতির বিষয় নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আলোচনা করার আশ^াস দেন। সেই সাথে গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে থাকার নির্দেশ প্রদান করেন। পাশাপাশি ঢাকার পাশ^বর্তী জেলা নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতির সার্বিক পরিস্থিতি অবজারবেশন করছেন বলে জানান।

আগামী দিনে আন্দোলন সংগ্রামের সূতিকাগার হিসেবে খ্যাত নারায়ণগঞ্জকে কিভাবে আরও শক্তিশালী করা যায়। সেই বিষয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আলোচনা করবেন দলটির মহাসচিব।

উল্লেখ্য, গত বছরের ১৩ই সেপ্টেম্বর এ্যাড. সাখাওয়াত হোসেনকে আহবায়ক ও এ্যাড. টিপুকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এরপরই মহানগর বিএনপির অধিকাংশ সিনিয়র নেতারা তাদের নেতৃত্ব বয়কট করেন।

সেই সাথে মহানগর বিএনপির ব্যানারে আলাদা ভাবে দলীয় কর্মসূচি পালন করছেন। পাশাপাশি মহানগর বিএনপির আওতাধীন বিভিন্ন ইউনিট কমিটি গুলো ঘোষনা করছেন। যেখানে রাজপথের সিনিয়র নেতাদের মূল্যায়ন করা হয়েছে বলে দাবি করেন নেতাকর্মীরা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

0
Would love your thoughts, please comment.x
()
x