31 C
Nārāyanganj
সোমবার, মে ২৯, ২০২৩

রূপগঞ্জে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী পলাতক

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূক গলা কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রবিবার (২৬ মার্চ) উপজেলার তারাবো পৌরসভার হাটিপাড়া এলাকায় কামাল হাজীর বাড়িতে ওই হত্যাকান্ড ঘটে। পুলিশ লাশ উদ্ধার করলেও ঘটনার সঙ্গে জড়িত ঘাতক স্বামী পলাতক রয়েছে।

নিহত গৃহবধূর নাম সুমা আক্তার রহিমা (২৩)। সে নাটোর জেলার গুরুদাসপুর থানার খবজিপুর সাকিনের আজাদ হোসেনের মেয়ে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় নিহত গৃহবধূর মা নুরজাহান বেগম বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, গত দেড় বছর আগে ডেমরা থানার সারুলিয়া ডগাইর খোরশেদ বেপারীর ছেলে রফিক মিয়ার সঙ্গে তার মেয়ে সুমা আক্তার রহিমার বিয়ে হয়। বিয়ের পর থেকে রহিমা ও রফিক মিয়া তারাবো পৌরসভার হাটিপাড়া এলাকার হাজী কামাল উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া বাড়িতে বসবাস করে আসছিল। তাদের দাম্পত্য জীবনে ঝগড়া লেগেই থাকতো। স্বামী রফিক মিয়া প্রায় সমযয়ই শারীরিক নির্যাতন করতো। রবিবার সকালে রহিমাকে একা পেয়ে রুমে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর দরজা বন্ধ করে পালিয়ে যায়।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) আতাউর রহমান জানান, বেলা ১১টার দিকে ঘরে থাকা চাপাতি দিয়ে গৃহবধূ রহিমাকে গলা কেটে হত্যা করে স্বামী রফিক মিয়া পালিয়ে যায় বলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ রহিমার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠায়। হত্যাকান্ডে ব্যবহৃত ধারাল অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

0
Would love your thoughts, please comment.x
()
x