দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: সড়ক দূর্ঘটনায় আহত দৈনিক যোদ্ধা পত্রিকার সম্পাদক মামুনুর রশীদ সুমনকে দেখতে গিয়েছেন নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।
রবিবার (১২ মার্চ) বিকালে সুমনের গাবতলীর বাসভবনে জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শহীদুল্লাহ্ রাসেল, অর্থ সম্পাদক গাফফার হোসেন লিটন,চাঁদের হাট নারায়ণগঞ্জ বৃহত্তর শাখার সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত সাংবাদিক নেতৃত্ববৃন্দ মহান আল্লাহ পাকের দরবারে মামুনুর রশীদ সুমনের দ্রুত সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য গত ১৯ ফেব্রুয়ারী রাতে কাজকর্ম শেষে বাড়িতে ফেরার পথে মাসদাইর কবরস্থানে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হন।পরে মেডিহোপ হাসপাতালে পায়ের অস্ত্রোপচার করা হয়।বর্তমানে বাসায় চিকিৎসাধীন রয়েছেন সাংবাদিক সুমন।