দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন সদর থানায় হাজী ফারুক হোসেনকে আহবায়ক ও আওলাদ হোসেনকে সদস্য সচিব করে ৮১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার (৮ মার্চ) রাত ১০ টায় মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক হাজী এ্যাড. জাকির হোসেন, যুগ্ম-আহবায়ক আতাউর রহমান মুকুল, আব্দুস সবুর খান, হাজী নুরু উদ্দিন আহম্মেদ, এম এইচ মামুন স্বাক্ষরিত এ কমিটি ঘোষনা করা হয়।
এদিকে, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির ৮১ সদস্য বিশিষ্ট কমিটিতে আহবায়ক হাজী ফারুক হোসেন ও আওলাদ হোসেনকে সদস্য সচিব রেখে যুগ্ম-আহবায়ক পদে ১৬ জনকে দায়িত্ব দেয়া হয়েছে।
এরা হলেন, যুগ্ম-আহবায়ক সরকার আলম, আবুল হোসেন সরদার, আনোয়ার মাহমুদ বকুল, আনোয়ার হোসেন মাদবর,
আলহাজ¦ আবুল কালাম আজাদ, সালাউদ্দিন দেওয়ান, নাসরিন সুলতানা পারভীন, দিদার খন্দকার, সারওয়ার মোজাইদ মুকুল,
কাউছার আহম্মেদ, এ্যাড. মোস্তাক আহমেদ, পারভেজ মল্লিক, মোজ্জামেল হক, আব্দুর রহমান, মাহাবুব হাসান জুলহাস, ডা: জাকির হোসেন। এছাড়াও সদস্য রাখা হয়েছে ৬৩ জন বিএনপি নেতাকে।