দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ ও র্যাব-১১ যৌথভাবে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছেন। বুধবার (২৯ মার্চ) তারা এই যৌথ অভিযান পরিচালনা করেন।
অভিযানে মেসার্স সোনারগাঁও টাটা ব্রিকস ইটভাটাকে ১ লাখ ২০ হাজার, মেসার্স মামা ভাগিনা ব্রিকস -১ কে ২ লাখ টাকা ও মেসার্স মামা ভাগিনা ব্রিকস -২ কে ১ লাখ টাকা মোট ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।
তিনি জানান, অবৈধ প্রক্রিয়ায় পন্য উৎপাদন, পরিমাপে কারচুপি এবং প্রতিশ্রুত পন্য যথাযথ ভাবে সরবরাহ না করার অপরাধে, বন্দর উপজেলার কেওঢালা এলাকায় মেসার্স সোনারগাঁও টাটা ব্রিকস ইটভাটাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩, ৪৫, ৪৮ ধারা ১ লাখ ২০ হাজার, মেসার্স মামা ভাগিনা ব্রিকস -১ কে ২ লাখ টাকা ও মেসার্স মামা ভাগিনা ব্রিকস -২ কে ১ লাখ টাকা মোট ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। এ সময় অভিযানে জেলা ক্যাবের প্রতিনিধি উপস্থিত ছিলেন।