দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরবদীপ্ত দিন। হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে আজকের এই দিনে ১৯৭১ সালের বিশ্বের বুকে বাঙালির স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু।
সে ডাকে বাঙালি জাতি দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রাম করে ৩০ লক্ষ শহীদের প্রানের ও ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ। সেই বাংলার বীর সন্তানদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে প্রথম আলো বন্ধুসভা নারায়ণগঞ্জ।
রবিবার ২৬ মার্চ প্রথম প্রহরে নারায়ণগঞ্জ চাষাড়ায় অবস্থিত বিজয়স্তম্ভে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
প্রতি বছর বিন¤্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় আজকের এই দিনটি পালন করা হয়। স্মরণ করা হয় স্বাধীনতার জন্য আত্মদানকারী দেশের বীর সন্তানদের। জাতি শ্রদ্ধা জানায় মহান স্বাধীনতার রূপকার বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতা সহ স্বাধীন সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগী সকল বাংলার বীর সন্তানদের।
এর আগে নারায়ণগঞ্জ জেলায় সকাল ৫ টা ৫৭ মিনিটে তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের কর্মসূচী শুরু হয় এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জেলায় বাঙালি বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদন শুরু হয়।
এসময় প্রথম আলো বন্ধুসভা নারায়ণগঞ্জের পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ বন্ধুসভার সভাপতি মনিকা আক্তার,সাধারণ সম্পাদক নয়ন আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু,দপ্তর সম্পাদক ইয়াছিন ইসলাম সাকিব, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নুসরাত জাহান আনকা, ফাতেমা মাহমুদা ইভা, শাহীন মাহমুদ,কাজল সহ অন্যান্য সদস্যবৃন্দ।