দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও বন্দি আলেমদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নারায়ণগঞ্জে গণ মিছিল করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা।
২৪ মার্চ পহেলা রমজান শুক্রবার বাদ জুমা নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে ডিআইটি মসজিদ পর্যন্ত গণ মিছিলের নেতৃত্ব দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ডাঃ শরীফ মোহাম্মদ মোসাদ্দেক।
তিনি তাঁর বক্তব্যে বলেছেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। সব নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। অশ্লীলতা বেহায়াপনা, মদ, জুয়া, ঘুষ-দুর্নীতি বন্ধ করতে হবে। দিনে প্রকাশ্যে পানাহার ছাড়তে হবে। রমজান মাসে ট্রাফিক জ্যাম বন্ধে বিশেষ ব্যবস্থা নিতে হবে। বিদ্যুৎ, পানি, গ্যাস সরবরাহ নির্বিঘ্ন করতে হবে।
জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমানের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক হাফেজ কবির হোসাইন, হানিফ কবির বাবুল, খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ, মুফতী আব্দুল গনী,
জেলা সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান পায়েল, মুহাম্মাদ শরীফ মিয়া, মুস্তাফিজুর রহমান মুনঈম, মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা বায়তুলমাল সম্পাদক আবু কাউসার সরকার, ইসলামী যুব মজলিসের মহানগর আহবায়ক প্রভাষক মাইদুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি শরীফ মাহমুদ প্রমুখ।