দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারকারীরা। মঙ্গলবার ( ২৮ মার্চ ) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করছেন।
সরেজমিনে গিয়ে জানা যায় , সরকারের জ্বালানি খাতকে সমৃদ্ধ করার পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার লক্ষ্যে অভিযান চালায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সোনারগাঁ শাখা কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকাল থেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সোনারগাঁ জোনাল বিপণন বিভাগের উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলমের নেতৃত্বে পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর,রতনপুর, জৈইনপুর,জিয়ানগর,ভবনাথপুর,মরিচাকান্দি ছয়টি গ্রামে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালায়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তামশিদ ইরাম খান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয়টি গ্রামের মোট তিনি হাজার আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার,রেগুলেটর, জব্দ করা হয়।
এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ আলম বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে অনেকে বাসাবাড়িতে রান্নার কাজ চালিয়ে আসছিলেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের অবৈধ গ্যাস সংযোগ আবার দেয়া হলে বৈধকারীদেরসহ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস মেঘনাঘাট জোনাল অফিসের ব্যবস্থাপক মনিরুজ্জামান তিতাস গ্যাসের কর্মকর্তাসহ সোনারগাঁ থানা পুলিশের একটি টিম।