দ্যা বাংলা এক্সপ্র্রেস ডটকম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড মহিলা লীগের সভানেত্রী মাহাবুবু আক্তার নুপুরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)।
সোমবার (৩ এপ্রিল) মধ্যরাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জ এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ভারতীয় তৈরি ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে বলে জানায় ডিবি।
তথ্যটি নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি ‘গ’ সার্কেল) ইন্সপেক্টর নজরুল ইসলাম। তিনি জানান, ৪ এপ্রিল মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারের পর ডিবির এসআই তাপস কান্তি রায় বাদী হয়ে নুপুর ও তার স্বামী মহিউদ্দিনকে আসামি করে মামলা দায়ের করেন। মহিউদ্দিন বর্তমানে পলাতক রয়েছে।
ইন্সপেক্টর নজরুল ইসলাম জানান, ঈদকে সামনে রেখে মাদক মজুদ করে নুপুর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে মাদক বিক্রি করছে নুপুর ও তার স্বামী-এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি হাজীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।