দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বন্দরের রূপালী আবাসিক এলাকায় এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ও আরেক জনকে কুপিয়ে আহত করার ঘটনায় ২যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে তাদের আটক করে বন্দর থানা পুলিশ।
আটককৃতরা হলো- মো. রবি ও স্বপন। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি আবু বক্কর সিদ্দিক।
ওসি জানান, ‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবককে আটক করা হয়েছে। অন্যান্য আসামীদের ধরতে পুলিশের তদন্ত চলছে। লাশ বর্তমানে মর্গে রয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
এর আগে, ৩ এপ্রিল রাতে বন্দরের রূপালী আবাসিক এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মেরাজ (২০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এ ঘটনায় আল-আমিন (২৭) নামের আরও এক যুবক আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহীন মিয়ার চাচাতো ভাই সোয়েব ও রবিনসহ এলাকার ৫-৬ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রূপালী আবাসিক এলাকায় মেরাজ ও তার বন্ধু আল-আমিনের ওপর অতর্কিত হামলা চালান। স্থানীয়রা তাদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মেরাজের মৃত্যু হয়।