দ্যা বাংলা এক্সপ্র্রেস ডটকম: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সংবাদ প্রকাশের জেরে সোহেল কিরণ (৩৩) নামে এক সাংবাদিককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে উপজেলার কাঞ্চন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সোহেল কিরণকে মুমূর্ষু অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হলেও উন্নত চিকিৎসার জন্য ভুলতা আল রাফি হাসপাতালে স্থানান্তর করা হয়
সোহেল কিরণ উপজেলার কাঞ্চন এলাকার আব্দুল হান্নান ছেলে। তিনি বাংলা টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
সোহেলের ভাই সাহেল মাহমুদ জানান, বন্ধু সাইফুল ইসলামকে নিয়ে মঙ্গলবার তারাবি নামাজের পর কাঞ্চন বাজারে একটি দোকানে বসে চা খাচ্ছিলেন সোহেল। এ সময় কলি বাহিনীর সন্ত্রাসী আফজালসহ কয়েকজন মিলে সোহেল কিরণ ও তার বন্ধু সাইফুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। সাইফুলকে এলোপাতাড়ি পেটাতে থাকে। এ সময় সোহেল কিরণ বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলিম বলেন, সাংবাদিকের ওপর হামলাকারীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও উপযুক্ত বিচার না হলে সাংবাদিক সমাজের পক্ষ থেকে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধসহ বৃহৎ কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, কলি বাহিনীর সন্ত্রাসী আফজালসহ হামলাকারীদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে। যেকোনো মূল্যে তাদের গ্রেফতার করা হবে।