দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া ফ্রেস সুপার মার্টের বিশেষ কৌশলে মাদকদ্রব্য পরিবহনকালে ৩৯৬ বোতল ফেন্সিডিল ও কভার্ডভ্যানসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (৭ এপ্রিল) সকাল পৌনে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে এ ফেন্সিডিল উদ্ধার করে র্যাব গ্রেফতারকৃত মাদক মো: রনি।
সে লক্ষীপুরের পিয়ারাপুর গ্রামের মো.শিমলের ছেলে। এ সময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে মাদক বিক্রয়ের নগদ ১,০৪০/-টাকা, ১টি মোবাইল, ১ টি সীম ও ১ টি জাতীয় পরিচয় পত্র উদ্ধার করা হয়।
র্যাবের এএসপি রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় মাদকদ্রব্য ফেন্সিডিল অভিনব পন্থায় সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জের আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।