37 C
Nārāyanganj
রবিবার, জুন ৪, ২০২৩

গলাচপিা জামে মসজদিরে সাবকে মোয়াওতালী স্বস্ত্রীসহ হজে গলেনে গোলাম রসুল রফকি

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে সস্ত্রীক ঢাকা ত্যাগ করেছেন গলাচিপা জামে মসজিদের সাবেক মোয়াওতাল্লী ও ব্যাংকার গোলাম রসুল রফিক।

বৃহস্পিবার সন্ধ্যয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করবেন।তার পরিবার সূত্র জানিয়েছে, গলাচিপা জামে মসজিদের সাবেক মোয়াওতাল্লী ও ব্যাংকার গোলাম রসুল রফিক এর সঙ্গে স্ত্রী হজে যাচ্ছেন।

গলাচিপা জামে মসজিদের সাবেক মোয়াওতাল্লী ও ব্যাংকার গোলাম রসুল রফিক এ উপলক্ষে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। পবিত্র হজ পালনকালে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করবেন বলে জানিয়েছেন তিনি।পবিত্র হজ পালন শেষে সম্ভাব্য আগামী ৪ জুলাই দেশে ফেরার কথা রয়েছে তাদের। (প্রেস বিজ্ঞপ্তি)

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

0
Would love your thoughts, please comment.x
()
x