দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ জেলা সাতগ্রাম ডোম সমাজ পঞ্চায়েত ও যুব উন্নয়ন কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২৬ মে ) ফতুলøা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতগ্রাম ডোম সমাজ পঞ্চায়েত কমিটির প্রধান নন্দলাল ডোমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ডোম সমাজ কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক মানিক ডোম।
আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য খোকন ডোম, রানা ডোম,মহিলা বিষয়ক সম্পাদক চান্দা রানী,লালু ডোম,ফতুলøা থানা সাতগ্রাম যুব কমিটির সভাপতি স্বপন ডোম,সাধারন সম্পাদক রাখাল ডোম,টনি ডোম,বিষু ডোম সর্দার,নয়ন ডোম সর্দার, সাবেক প্রধান গিন্নিলাল ডোম এবং উপদেষ্টা জহরলাল ডোম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,ফতুলøাসহ আশপাশ এলাকায় যে সকল ভুমিহীন ডোম বসবাস করছেন আমরা চাই সরকার অতিদ্রæত এ সকল ডোমদেরকে স্থানীভাবে বসবাসের বন্দোব¯Í করবেন। এছাড়াও এ সকল ডোমদের কর্মসংস্থানে ব্যবস্থা এবং সরকারীভাবে ভাতা প্রদানের দাবী জানান।
এখানে বসবাসরত ডোমরা দীর্ঘদিন যাবত পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। আমরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবীটুকু পৌছানোর আকুল আবেদন করছি। আলোচনা শেষে এক র্যালী বের করা হয়।