দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: শামীম ওসমানের আমেরিকার ভিসা নিষিদ্ধ হওয়ায় ২০০১ এর মত বোরকা পড়বে পোস্টকে কেন্দ্র করে ইউনিয়ন ছাত্রদলের নেতাকে মারার কেন্দ্রীয় ছাত্রলীগ কর্মীর হুমকি।
বৃহস্পতিবার(২৬ মে) বিকেলে ইমরান হোসেন শুভ নামে ফেসবুক আইডি থেকে এ হুমকি দেওয়া হয়।
জানা যায়,কুতুবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাজিদ ওয়াজিদ জয় গত ২৫ মে তার ব্যবহৃত নিজস্ব ফেসবুক ওয়ালে নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ সদস্য একেএম শামীম ওসমানকে নিয়ে একটি পোস্ট করেন।
শামীম ওসমানের আজীবন আমেরিকার ভিসা নিষিদ্ধকে কেন্দ্র করে সাজিদ ওয়াজিদ জয় ফেসবুক ওয়ালে ” ২০০১ সালের মত এবারও শামীম ওসমান বোরকা পড়ে পালাতে পারবে না”লিখে একটি ভিডিও শেয়ার করে। এই পোস্টের প্রেক্ষিতেই গত ২৬ মে ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য ইমরান হোসেন শুভ সাজিদ ওয়াজিদ জয়কে উত্তম মধ্যম(মারধর) করার সরাসরি ফেসবুক ওয়ালে হুমকি প্রদান করে।
ফেসবুকে ইমরান হোসেন শুভের পোস্টটি হুবহু দেওয়া হলো,কুতুবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাজিদ ওয়াজিদ জয়, ওর আব্বা মামুন মাহমুদ, মশিউর রনি, শহিদুল ইসলাম টিটু, আমাদের উত্তম-মধ্যম এর হাত থেকে ওরে যেনো বাঁচায়।
ওর বাবারা কথা বলার আগে হিসেব-নিকেশ করে কথা বলে।
সাহস ভালো
দুর্সাহস ভালো না,,,
এবিষয়ে সাজিদ ওয়াজিদ জয় বলেন,বিগত ১৫ বছর ধরে স্বৈরাচারী আওয়ামী লীগ দল আমাদের বিভিন্ন হুমকি ধমকি ও হামলা মামলা করছে। আমাদের দমিয়ে রাখতে পারি নাই তারা।
আমি গত বৃহস্পতিবার শামীম ওসমানকে নিয়ে একটা পোস্ট করেছিলাম। পোস্টে উলেøখ করেছিলাম ২০০১ সালের মত এবারও শামীম ওসমান বোরকা পড়ে পালাতে পারবে না। সম্ভবত সে পোস্ট নিয়েই আমাকে এই হুমকি দেওয়া হয়েছে।
আমি এই পোস্ট করার ৫ মিনিটের মধ্যে ফেসবুক আমার পোস্টটি বন্ধ করে দিছে। এছাড়াও আমি আরো বেশ কিছু ভিডিও ছেড়েছিলাম সেগুলোও বন্ধ করে দিছে।
হুমকির প্রতিবাদ জানিয়ে সাজিদ আরো বলেন,আমি অবশ্য কিছুক্ষণ আগে দেখেছি আমাকে হুমকির পোস্টটি। আমাকে শেয়ার করা হয়েছে কিছুক্ষণ আগে। আমি প্রায় ৮-১০ বছর যাবৎ ছাত্রদল করছি।
আমি এই হুমকিকে ভয় পাই না। তবুও আমাকে মারার যে হুমকি দেওয়া হয়েছে তার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সাজিদকে ছাত্রলীগের শুভ এর হুমকির বিষয়ে সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন বলেন,সাজিদ আমাদেরই ছোট ভাই। ও কুতুবপুর ইউনিয়নের সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলো আমি জেলে যাবার আগে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে তার পদ থেকে কিছু উচ্ছৃঙ্খল কাজের জন্য। কিন্তু ও এখনো কাজ করে যাচ্ছে।
আমি দেখেছি পোস্টটি। শুভ করেছে। শামীম ওসমানকে নিয়ে একটি পোস্ট করাকে কেন্দ্র করে।
হুমকির বিষয়ে ছাত্রলীগ নেতা ইমরান হোসেন শুভ বলেন,ও যেটা করেছে তা সম্পুর্ন ভুল করেছে। ২০০১ সালে ওকি বিএনপি করেছে। আমি এ বিষয়ে প্রয়োজনে মামলায় যেতে পারি।