দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ৩৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তৃতীয় লিঙ্গের ( হিজড়া) ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ০১ কোটি ৫ লাখ টাকা।
র্যাব-১১ এর কার্যালয় থেকে সোমবার (২২ মে) প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফ নাইটাম পাড়ার আজম বাহারের সন্তান রফিক ওরফে ললিতা (৪০), কক্সবাজার সদরের মহুরীপাড়া লিংরোড়ের মৃত আব্দুল হাকিমের সন্তান রবি আলম ওরফে বিউটি (৪০), কক্সবাজারের উখিয়ার লেদা লামারপাড়ার মৃত আবুল হোসেনের সন্তান একরাম ওরফে পরীমনি (২২), কক্সবাজার সদরের বাজারঘাটা এলাকার মৃত আব্দুল জলিলের সন্তান রবি আলম ওরফে প্রিয়া (২৪),
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ফতেহপুরের মৃত আব্দুল আজিজের সন্তান মোঃ আল-আমিন ওরফে নিশি (৩৫), কক্সবাজারের টেকনাফ মহেষখালী পাড়ার নুরুল আলমের ছেলে রায়হান ওরফে আঁখি (২০), কক্সবাজারের উখিয়া লেদা লামাপাড়ার মৃত আব্দুস সালামের সন্তান সাবের ওরফে বিজলী (২২) ও কক্সবাজার সদরের বাজারঘাটা এলাকার মৃত জহির আহমেদের ছেলে ফারুক ওরফে রিয়ামনি (২৫)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের মদনপুর রাফি ফিলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ২১ মে রাত ৯টার দিকে তৃতীয় লিঙ্গের ( হিজড়া ) ৮ জন মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। এই চক্রের দল নেতাসহ সকলেই তৃতীয় লিঙ্গের সদস্য। তারা আর্থিক ভাবে লাভবান হওয়ার জন্য অত্যন্ত কৌশলীভাবে তৃতীয় লিঙ্গের আড়ালে বিভিন্ন স্থানে ভ্রমনের বাহানায় নিষিদ্ধ মাদক দ্রব্য ইয়াবা ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল। চক্রটি সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জে নিয়ে আসে। পরবর্তীতে তারা এসকল মাদকদ্রব্য নারায়ণগঞ্জ ও ঢাকা সহ পার্শ্ববর্তী জেলা সমূহে সরবারহ করে থাকে।