দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ফতুলøার কাশীপুর এলাকায় চার্জার ফ্যান বিস্ফোরণে বাবা-মা ও বোনের পর মারা গেলেন দগ্ধ টুটুল মিয়াও (২৫)। বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হলো।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো তরিকুল ইসলাম জানান, আজ সকালে আইসিইউ চিকিৎসাধীন অবস্থায় মারা যান টুটুল। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল।
এ ঘটনায় দগ্ধ মেহজাবিন (৭) চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।
এর আগে শুক্রবার (৯ জুন) সকাল ৮টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এঘটনায় নিহতরা হলেন- আব্দুস সালাম (৫৫), তার স্ত্রী বুলবুলি বেগম (৪০), ছেলে টুটুল (২০), মেয়ে সোনিয়া (৩০)।