দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর আকবরনগর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ সামেদ আলীর পুত্র সজীব বাহিনীর হামলায় গুরুতর আহত হয়েছে অলিদ নামে এক যুবক সহ ৩ জন।
নারায়ণগঞ্জ জেনারেল ( ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসাধীন আহত অলিদ সাংবাদিকদের জানান, সোমবার (৫ জুন) ২০২৩ ইং তারিখ দুপুর সাড়ে ১২ টায় সামেদ আলী বাহিনীর দায়েরকৃত একটি মিথ্যা মামলায় হাজিরা দিয়ে কোর্ট সংলগ্ন মেইন রোডে এসে মিশুক ভাড়া করে বক্তাবলী যাওয়ার সময় হত্যা সহ একাধিক মামলার আসামী সজীবের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আমাদের উপর অর্তকিত হামলা চালায়। এতে আমি সহ শরীফ ও আলামিন আহত হই।
আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসী সজীব, আরিফ, গনি, সাইদুর, আমিন, সাইফুল, সামসুল, করিমুল্লাহ, ভাষানী, কাদির, আক্কব আলী, আকরাম, মোশাররফ, শাকিল, জাহিদ, কাদির সিপাহী, বিল্লাল, ইমরান, অলি, সুজা সহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জন পালিয়ে যায়। লোকজন আমাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে আসে।
অলিদ,শরীফ ও আলামিন জানান,উলেøখিত সন্ত্রাসীরা ২ টি হত্যা মামলা সহ একাধিক মামলার আসামী। ইতিমধ্যে বিজ্ঞ আদালত সামেদ আলী, আরিফ, গনি, সজীব, হৃদয়, রাজিব কে ১০ বছরের কারাদন্ড প্রদান করেছে।এরা পুলিশকে ফাঁকি দিয়ে আকবর নগর গ্রাম থেকে পালিয়ে এসে শহরে ও রামারবাগে অবস্থান করলেও পুলিশ তাদের গ্রেফতারে কোন পদক্ষেপ গ্রহন করছেনা।
এর আগেও সামেদ আলী বাহিনীর প্রতিপক্ষরা ২০১৮ সালে কোর্টে হাজিরা দিতে এলে হামলা চালিয়ে গুরুতর জখম করে। পরে সামেদ আলী বাহিনীর বিরুদ্ধে সিআর মামলা হয়।
২০২২ সালের জানুয়ারি মাসে সামেদ আলীর প্রতিপক্ষরা কোর্টে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে তাদের উপর অনুরুপ হামলা চালানো হয়। পরে জিআর মামলা হলে সামেদ আলীর পুত্ররা সহ আসামীরা ১ মাস জেলখেটে জামিনে বের হয়ে আসে।
অদ্য সোমবার কোর্ট প্রাঙ্গণের বাইরে সামেদ আলী বাহিনীর হামলায় অলিদ সহ ৩ জন আহতের ঘটনা আকবর নগর গ্রামে পৌছলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। এলাকাবাসী সামেদ আলী সহ তার সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান। এ ঘটনায় থানায় অভিযোগ বা মামলা দায়ের করা হয়েছে।