দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ আসনের সীমানা নিধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে নারায়ণগঞ্জের ৫টি আসনের কোথাও সীমানায় পরিবর্তন করা হয়নি।
গত ১লা জুন নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট এবং সীমানার খসড়া পর্যালোচনা করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জের ৫টি আসনের সীমানা নিধারণে গেজেট প্রকাশে দেখা যায়, রূপগঞ্জ উপজেলাকে নিয়ে নারায়ণগঞ্জ-১ আসন, আড়াইহাজার উপজেলাকে নিয়ে নারায়ণগঞ্জ-২ আসন,
সোনারগাঁ উপজেলাকে নিয়ে নারায়ণগঞ্জ-৩, আলীরটেক ও গোগনগর ইউনিয়ন ব্যতীত নারায়ণগঞ্জ সদর উপজেলা এবং সিটি কর্পোরেশনের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ ও ১০নং ওয়ার্ড নিয়ে নারায়ণগঞ্জ-৪,
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ও গোগনগর ইউনিয়ন, বন্দর উপজেলা এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬ ও ২৭ ওয়ার্ড নিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সীমানা নিধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলমের স্বাক্ষরিত এই গ্রেজেট প্রকাশ করা হয়েছে।