দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশগত মান উন্নয়নে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রথম আলো বন্ধুসভা নারায়ণগঞ্জের উদ্যোগে বন্ধুদের মাঝে বৃক্ষ বিতরণ ও রোপন করা হয়েছে।
শুক্রবার ৯ জুন বেলা ১১টায় কালিবাজার নারায়ণগঞ্জ বন্ধুসভার নিজস্ব কার্যালয়ে এ বৃক্ষ বিতরণ ও রোপন করা হয়।
বর্তমান প্রকৃতি ও পরিবেশ আজ সংকটের মুখোমুখি। এ সংকট বিশেষ কোনো গোষ্ঠী, দেশ বা জাতির নয়; সমগ্র মানবজাতির। প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিভিন্ন কর্মকান্ডের ফলে বিপন্ন হয়ে পড়েছে পরিবেশ। মানুষের বসবাস উপযোগী বিশ্ব গড়ার লক্ষ্যে চাই দূষণমুক্ত পরিবেশ।
তাই বিশ্বব্যাপী পরিবেশ দূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণে কার্যকর ভূমিকা গ্রহণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বব্যাপী পরিবেশ দিবস পালিত হয়। গত ৫ জুন ছিলো বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ বন্ধুসভার উদ্যোগে নেওয়া হয় বন্ধুদের মাঝে বৃক্ষ বিতরণ ও পরিবেশ রক্ষায় আলোচনা।
দিবসটি উপলক্ষে বন্ধুসভার বন্ধুদের মাঝে ৬০ এর অধিক ফলজ,বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ ও রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বন্ধুসভার সভাপতি মনিকা আক্তার, সহ-সভাপতি মোঃহাসানুজ্জামান, মিরাজ রেজা, সাধারণ সম্পাদক নয়ন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জহির“ল ইসলাম মিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান সোয়ান, দপ্তর সম্পাদক ইয়াছিন ইসলাম সাকিব, মুক্তিযুদ্ধ ও গবেষনা বিষয়ক সম্পাদক ইমরান নাজির, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নুসরাত জাহান আনকা, সদস্য মাইনুল ইসলাম মাসুম, অর্পিতা হোসেন সহ অন্যান্য সদস্যরা।