দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ফতুল্লার আলীগঞ্জ থেকে ইয়াবাসহ এক নারী সাংবাদিক ও তার স্বামীকে গ্রেফতার করেছে জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর।
বুধবার সকাল আনুমানিক সাড়ে ১০টায় তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নারী সাংবাদিকের নাম শামীমা আক্তার এবং তার স্বামী মো.জোহা।
জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিদর্শক মো.রোকনুজ্জামান ‘ফোকাস নিউজ এজেন্সী’কে জানান আমরা মুলত মাদক ব্যবসায়ী আইনুকে গ্রেফতার করতে সেখানে যাই। কিন্তু তাকে না পেয়ে আরমান নামে অপর একজনকে আটক করি। এ সময় শামীমা আক্তার ও তার স্বামী জোহা নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে আমাদের সাথে বিতর্কে জড়িয়ে পড়েন। সেখানে তারা এমন পরিস্থিতির সৃষ্টি করেন যে আমাদেরকে পুরোটাই নাজেহাল করার পরিবেশ সৃষ্টি করেন। এ সময় তাদের উভয়কে আমরা আটক করি।
এ সময় জোহার মানিব্যাগে তল্লাশী করে ৪পিস ইয়াবা এবং শামীমার পার্স তল্লাশী করে প্রায় ১০ পিস ইয়াবা উদ্ধার করি। এছাড়াও শামীমা কোন কোন মাদক স্পট থেকে নিয়মিতভাবে মাসোহারা নিতো তারও একটি তালিকা আমরা পাই উক্ত পার্স থেকে। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের সাংবাদিকরা মাদক উদ্ধারে আমাদের যেভাবে সহযোগিতা করেন তা অন্য কোন জেলাতে আমরা তা দেখিনি।
পরে ধৃত আসামীদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সনের (৩৬)১ এর ১৬ ধারায় ১০০ টাকা জরিমানা এবং ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।