দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পুরোনো দ্বন্দের জেরে রিয়াদ(২৮) নামে এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
রোববার (১০ জুলাই) রাত নয়টার দিকে উপজেলার বন্দর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
আহত যুবকের নাম মোঃ রিয়াদ (২৮)। সে থানার ২২নং ওয়ার্ডস্থ নূরবাগ এলাকার আব্দুল আজিজের ছেলে।
এই ঘটনায় সোমবার সকালে আহত রিয়াদের মা রিনা বাদী হয়ে বন্দর থানায় ৮ জনের নাম উলেøখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে একটি মামলা করেনে। যার মামলা নং ০৯(০৭)২৩ইং। আসামিরা বন্দরের যুবলীগ কর্মী খান মাসুদের অনুসারী বলে জানান স্থানীয়রা।
তবে সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত এই মামলায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলার আসামিরা হলেন নূরবাগ এলাকার আব্দুল জব্বারের ছেলে মোঃ সোহাগ (২৮), হাফিজীবাগ এলাকার ইয়াসিন (১৯), শাহী মসজিদ এলাকার উজ্জল (৩৮), নূরবাগের শফিকুল (২৭), জামাইপাড়ার লিমন (২৭), বাগবাড়ির হাবিব হাসান (২৮), বউ বাজারের হোসেন (৩৫), ঠাকুরবাড়ির সবুজ (২৫)।
মামলার এজাহারে বাদী রিনা উলেøখ করেন, আমার ছেলে রিয়াদ বন্দর থানাধীণ ২১নং ওয়ার্ডস্থ শাহীমসজিদ বউবাজারের ইজারার ডাক নেয়। এ নিয়ে বিবাদীদের সাথে আমার ছেলের পুরোনো দ্বন্দ রয়েছে। এরই জের ধরে গত রোববার রাতে বন্দর বাসস্ট্যান্ড এলাকার নিলা জুয়েলার্সের সামনে আমার ছেলে রিয়াদ ও তার বন্ধু রাজনকে একা পেয়ে বিবাদীরা অস্ত্রসস্ত্রে সুসজ্জিত হয়ে অকথ্য ভাষায় গালমন্দ করে ও হুমকি দেয়।
আমার ছেলে প্রতিবাদ করিলে বিবাদীরা প্রথমে লোহার পাইপ দিয়ে বেধরক পিটিয়ে আহত করে। একপর্যায়ে সন্ত্রাসী সোহাগ তার হাতে থাকা ধারালো চাইনিজ কুড়াল দিয়ে আমার ছেলে রিয়াদকে হত্যার উদ্দেশ্যে মাথায় কুপ দিয়ে মারাতœক জখম করে।
অন্যান্য বিবাদীদের হাতে থাকা অস্ত্র দিয়ে আমার ছেলেকে মাথাসহ বিভিন্ন স্থানে কুপাতে থাকলে আমার ছেলের বন্ধ রাজন এগিয়ে আসলে হামলাকারীরা তাকেও কুপিয়ে আহত করে। স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় উদ্ধার করে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে ঢাকা মেডিকেলে নিয়ে রিয়াদ ও তার বন্ধু রাজনকে চিকিৎসা দেওয়া হয়।
এই বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, এই ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে। তাদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে।