দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: আদালতে মামলা চলাকালীন অবস্থায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজারের হাড়িয়া বৈদ্যেপাড়া এলাকায় জমির মাটি কেটে আইল বাধার অপচেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার আলমগীর ও জাহাঙ্গীর নামে দু’সহোদরের বিরুদ্ধে।
এ বিষয়ে মৃত.হাজী আবদুল মালেক মিয়ার ছেলে মো. মোজাম্মেল হক সোনারগাঁ থানায় উক্ত দু’সহোদরের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়,সোনারগাঁ থানাধীন সোনাময়ী মৌজাধীন সিএস ও এসএ ৩৮৩৯,আরএস ৪,৫ দাগে ৩৮ শতাংশ জমি ( নালজমি ) পৈত্রিক ওয়ারিস সুত্রে প্রাপ্ত এবং ভোগদখল করে আসছে মো.মোজাম্মেল হক। এ নিয়ে বিবাদীদের সাথে বিরোধ চলছিলো। উক্ত বিরোধের কারনে বিবাদীরা সম্পত্তির বিষয় নিয়ে প্রায়শ কারনে-অকারনে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
বিবাদীরা উক্ত সম্পত্তি জোড়পুর্বক দখলের জন্য বিভিন্নভাবে আমাকে ভয়ভীতিসহ প্রাননাশের হুমকী প্রদানেরও পায়তারা করে আসছে। এ বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে বিভিন্ন সময়ে সালিশির ব্যবস্থার মাধ্যমে মিমাংশা করার চেষ্টা করলেও বিবাদীরা মিমাংশায় আসতে চায়না। তাদেও এহেন কার্যকলাপের কারনে আমি বিজ্ঞ আদালতে একটি মামলা করি। যার রেকর্ড সংশোধনী মামলা নং ৬৭৭/২০২০ইং।
উক্ত মামলা বিচারাধীন থাকাবস্থায় ১২ আগষ্ট সকাল ৬টায় বিবাদীরা আমার জমিতে প্রবেশ করে বালু ভরাটের জন্য জমির চারপাশের আইল বাধিয়া জোড়পুর্বক আমার জমি দখলের অপচেষ্টা চালায়। উক্ত বিষয় জানতে পেরে আমি ঘটনাস্থলে গিয়ে বিবাদীদ্বয়কে মাটি কাটতে নিষেধ করলে বিবাদীরা আমার মারপিট করতে উদ্যত হয় এবং যেকোন সময় আমার সম্পত্তি জোড়পুর্বক দখল করিবে বলে ভয়ভীতি ও প্রান নাশের হুমকী প্রদান করেন।
বিবাদীরা খুবই খারাপ প্রকৃতির লোক এবং যেকোন সময় তারা আমার সম্পত্তি দখল করিতে পারে। পরবর্তীতে আমি তাদের দখলীয় কাকে বাধা নিষেধ করিলে বিবাদীরা আমাকে এবং আমার পরিবারবর্গকে মারপিট করে খুন-জখমসহ দাঙ্গা-হাঙ্গামা করত আইন-শৃংখলার অবনতি ঘটাতে পাওে বলে শংকায় রয়েছি। বিষয়টি পরিবার ও স্বজনদের সাথে আলোচনা শেষে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।