দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় অটোবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ একরামুল হক (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ আগস্ট) সকাল আনুমানিক ৮ ঘটিকায় উপজেলার ৮নং সাঁইতাড়া ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী গ্রামের (মাটিয়া পাড়া) পাঠান পাড়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, একরামুল হক (৫৫) মৃত বাহারউদ্দিনের ছেলে। তিনি গত ১৭ আগস্ট বৃহস্পতিবার দিনব্যাপী অটোবাইক চালিয়ে রাতে নিজ বাড়ির আঙ্গিনায় বৈদ্যুতিক লাইনে চার্জে লাগিয়ে দেয়।
কোন এক সময় পুরো অটোতে বিদ্যুত সংযোগ হয়ে যায় খেয়াল করেননি। শুক্রবার সকালে বৈদ্যুতিক লাইন থেকে চার্জার খুলতে গিয়ে অটোবাইকটিতে হাত দেয়ার সাথে সাথে একরামুল হক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই কমল চন্দ্র রায় জানান, “এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দাঁয়ের হয়েছে। পরিবারের কোন আপত্তি না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে”।