দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর এলাকায় পাথরবোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ভারতীয় শাড়ি, থ্রি পিস ও প্রসাধনী সামগ্রী জব্দের কথা জানিয়েছেন কোস্টগার্ডের পাগল স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার রুহান মঞ্জুর। শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য আমদানি করা হয়েছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে রুহান মঞ্জুর বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার দিবাগত রাত তিনটার দিকে এসব পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের বিপরীতে শুল্ক পরিশোধের কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ট্রাকের চালক ও তার সহযোগীকে আটক করা হয়েছে।
‘সিলেটের ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশে বিপুল পরিমাণ শাড়ি থ্রি পিস, ওষুধ, প্রসাধনী প্রবেশ করেছে এবং এসব পাথরবোঝাই ট্রাকে করে সিলেট থেকে ঢাকায় নেওয়া হচ্ছে, এমন খবরের ভিত্তিতে পাগলা স্টেশনের একটি টিম কাঁচপুর সেতুর পাশে অবস্থান নেয়। রাত তিনটার দিকে পাথরবোঝাই ট্রাকটি কাঁচপুর সেতুর কাছে আসলে কোষ্টগার্ড সদস্যরা ট্টাকটিকে থামানোর জন্য সিগ্যানাল দেয়। কিন্তু ট্রাকের চালক ট্রাকটিকে না থামিয়ে দ্রুত গতিতে ঢাকার দিকে চলে যেতে থাকে। ধাওয়া করে ট্রাকটিকে থামিয়ে চালক ও হেলপারকে আটক করা হয়।’, বলেন কোস্টগার্ডের পাগলা স্টেশন কমান্ডার।
পাথরবোঝাই ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ২৯৯৫ পিস ভারতীয় শাড়ি, ৭০ পিস লেহেঙ্গা, ১২০ পিস শ্যাম্পু, ৫ হাজার পিস সানরাইজ ক্রিম, ১ হাজার ৪০ পিস সিরাপ জব্দ করা হয়েছে। এসব পণ্যের মূল্য আনুমানিক মূল্য অন্তত ২ কোটি টাকা বলে জানান রুহান মঞ্জুর।
এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার পর আটক দু’জনকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।