দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ২১আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও নেওয়াজ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১আগষ্ট) দুপুরে লামাপাড়া -নয়ামাটি এলাকায় কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মোঃ আব্দুল রশিদ মিঠুন এর সঞ্চালনায়, ফতুল্লা থানা যুবলীগ নেতা মোফাজ্জল হোসেন চুন্নুর সভাপতিত্বে আলোচনা সভা,দোয়া ও নেওয়াজ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহ্ নিজাম যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ।
এ সময় বিশেষ উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা অঅওয়ামীলীগের সদস্য মোঃ মজিবুর রহমান, মোঃ পিয়ার আলী সরদার কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগ, মোঃ সবুজ,মোঃ রানা মোল্লা, রাজু আহম্মেদ রাজা ফতুল্লা থানা যুবলীগ নেতা প্রমুখ।
প্রধান অতিথি শাহ নিজাম বলেন,খারাপ কিছু করার মধ্যে কোন কৃতিত্ব নেই। এই এলাকার মানুষ গত বিএনপির আমলে আতংকিত ছিল। এখন মানুষ স্বস্তিতে আছে। যারা মানুষের কল্যানে কাজ করে তাদের নিয়ে কাজ করতে হবে। যে ভাবে কাজ করলে এলাকায় শান্তি আসে সেভাবে কাজ করতে হবে। মিঠুন,চুন্নুর মাধ্যমে এই এলাকার উন্নয়ন হবে। রাস্তাঘাট,স্কুল মসজিদ,মাদ্রাসার উন্নয়ন করলাম কিন্তু শান্তি নাই এই উন্নয়নের কোন মূল্যই নেই। মানুষ চায় শান্তি ও সুখ। যে এলাকায়,মাদক,সন্ত্রাস ও ভূমিদস্যুতা থাকে সেখানে অশান্তি থাকবে।
মাদকাসক্তদের ঘৃনা নয় ভালবেসে সুস্থ করে তুলতে হবে। যারা আমার সন্তানের ক্ষতি করবে তাদের সাথে আপোষ নাই। শেখ হাসিনাকে ২১ বার হত্যার চেষ্টা করা হয়েছে। আল্লাহর রহমতে বেঁচে গেছে। মানুষকে ন্যায়- অন্যায় বিচার করার জন্য বিবেক দেয়া হয়েছে। যা অন্য পশুদের দেয়া হয়নি। বিএনপি- জামায়াত জোটকে প্রতিহত করতে। ওরা বাংলাদেশ কে পাকিস্তান ও আফগানিস্তান বানাতে চায়। তিনি আরও বলেন, পাকিস্তানীরা বঙ্গবন্ধু কে হত্যা করতে পারে নাই। আমরা বাংলাদেশের মানুষরাই তাকে হত্যা করেছি। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মাহফুজ জামে মসজিদের পেশ ইমাম বেলাল হোসেন নূরী।