দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: রুপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মাদকে সয়লাব হয়ে আছে। তারমধ্যে চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র রয়েছে মাদকের কেনাবেচার শীর্ষ স্থানে।
এছাড়াও ৬ নং ওয়ার্ডে পাড়াগাঁও, বড়ালু, মীরপাড়া সহ আশেপাশের এলাকায় প্রতিদিন এই চলে মাদকের কারবার।
এছাড়াও ৬ নং ওয়ার্ড মেম্বার মাইনুদ্দিন আহমেদ মানিকের ছোট ভাই মুকুলের নেতৃত্বে চলে মাদক সেবনের আসর।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, মুকুল আহমেদের নেতৃত্বে প্রতিদিন চলে ফেনসিডিল, ইয়াবা সেবনে আসর।
মুকুল নিজে প্রতিদিন দুই বোতল ফেনসিডিল সেবন করে থাকে।
তার বড় ভাই মানিক কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত হওয়ার পর হতে মুকুল বেপরোয়া হয়ে ওঠে একটি সিন্ডিকেট এর মাধ্যমে মাদক সেবন করে থাকে।
এলাকাবাসীর দাবি আইনশৃঙ্খলা বাহিনী সুস্থ তদন্তের মাধ্যমে মুকুলের মাদক সেবনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
এ ব্যাপারে মুকুল আহম্মেদ মুঠোফোনে ফোকাস নিউজ এজেন্সী’কে জানান,এটা সম্পূর্ন মিথ্যা কথা। আপনি প্রয়োজনে ঘটনাস্থলে এসে বিস্তারিত জানুন তারপরে না হয় লিখুন।
এ ব্যাপারে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহেদ আলী বলেন,আমার ইউনিয়নে মাদক নির্মূলে কাজ করে যাচ্ছি। ৬নং ওয়ার্ডের পাড়াগাঁও,মীরপাড়া,বড়ালুতে মুকুল আহম্মেদ নামে এক ব্যক্তির নেতৃত্বে সেবনের আসর বসে বলে জেনেছি। আমি যতদিন আছি আমার ইউনিয়নে মাদক বিক্রি ও সেবন করতে দিবনা। এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী সাথে কথা বলে ব্যবস্থা গ্রহন করবো।