দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বৃহৎ অংশের আনন্দ র্যালীতে যোগদান করেন আবুল কাউছার আশা।
শুক্রবার (১ সেপ্টম্বর) বেলা ১০ টায় মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও সাবেক মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার আশার নেতৃত্বে নেতাকর্মী বিভিন্ন ইউনিট থেকে মিছিল নিয়ে মন্ডলপাড়া এলাকায় জড়ো হতে শুরু করেন।
পরে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চাষাড়া গিয়ে শেষ হয়।
এসময়ে উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র সহ-সভাপতি ফারুক চৌধুরী, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান পাবেল, সাইদুর রহমান, সহ-সভাপতি ও সদর থানা বিএনপির আহবায়ক আরাফাত চৌধুরী, মেহেদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক হোসেন লিয়ন, আব্দুল হাসিব, বন্দর থানা স্বেচ্ছাসেবক দল নেতা পাপ্পু, আলতাব হোসেন ইব্রাহীম সহ অন্যান্য নেতৃবৃন্দ।