দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ মহানগর যুবগদলের সাবেক আহবায়ক মমতাজ উদ্দিন মন্তুকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুবদল নেতা সাইদুজ্জামান শহীদ।
রোববার (৩ সেপ্টম্বর) এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান। সেই সাথে তিনি মমতাজ উদ্দিন মন্তুর নি:শর্তে মুক্তি দাবি করেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, রাজপথের লড়াকু সৈনিক মমতাজ উদ্দিন মন্তুকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে হয়রানী করার চেষ্টা করছে। কারন এই অবৈধ সরকার যেনে গেছে তাদের পতন সুনিশ্চিত। তাই পুর্বের ন্যায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের মিথ্যা মামলা ও গ্রেফতার করে আন্দোলন সংগ্রামে বাধা সৃষ্টি করার বৃথা চেষ্টা করছে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশের সৈনিকরা দেশের গণতন্ত্র উদ্ধার আন্দোলনে রাজপথে ছিলো এবং ভবিষতেও থাকবে। মামলা, হামলা, গ্রেফতার, গুম, খুন করে কখনই জিয়ার সৈনিকদের রাজপথ থেকে সরানো যাবে না।
নারায়ণগঞ্জ মহানগর যুবগদলের সাবেক আহবায়ক মমতাজ উদ্দিন মন্তুকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাছি। সেই সাথে তার নি:শর্তে মুক্তি দাবি করছি।