দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে কো-অর্ডিনেশন মিটিং এ জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধের ভ্যাকসিন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক এর দিকনির্দেশনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন,আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ মোশাররফ হোসেন, সোনারগাঁ থানার ওসি অপারেশন মহসিন,মেডিকেল টেকনোলজিস্ট বিসিজি-ইপিআই রেজাওয়ান উল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান,প্রাণিসম্পদ কর্মকর্তা মঞ্জুরুল হাসান,প্রকল্প বা¯Íবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার,
ইসলামি ফাউন্ডেশনের সুপার ভাইজার আনোয়ারা বেগম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,স্থানীয় সাংবাদিক বৃন্দ। এসময় বক্তারা বলেন নিদিষ্ট কেন্দ্রে নিদিষ্ট তারিখে হতে আগামী ৪ ঠা অক্টোবর থেকে এই ভ্যাকসিন দেয়া শুরু হয়ে ৩০ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে।
এই ভ্যাকসিনটি জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে পরিক্ষিত ও কার্যকরী ভ্যাকসিন। বর্তমানে স্কুল,মাদ্রাসা প্রোগ্রামে ৫ম থেকে নবম শ্রেনি ও কমিউনিটি প্রোগ্রামে ১০ বছর থেকে ১৪ বছরের কিশোরীদের এই ভ্যাকসিন দেয়া হবে।