দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ইসলামপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্যক্রম এর শুভ উদ্বোধন।
জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়, আওয়ামী যুবলীগ ইসলামপুর শাখার উদ্যোগে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্যক্রম উদ্বোধন ডাকবাংলো হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি শেখ মোহাম্মদ হারুনুর রশীদ হারুন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো মোহন মিযা সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুস সালাম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামপুর উপজেলা শাখা ।
বক্তারা যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের মতো এমন একটি সুন্দর কাজের উদ্যোগ গ্রহণ করায় যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানান। একই সাথে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের স্বার্থে দলের স্বার্থে নৌকা প্রতীককে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান বক্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ,শহর যুবলীগ ও ইউনিট যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।