দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: জামালপুর জেলার ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টি হলেই স্কুলের খেলার মাঠে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টির কারণে শিক্ষার্থীদের চলাচল,খেলাধুলা সহ নানা রকম দুর্ভোগ পোহাতে হয়,পানি নিঃস্কাশনের ব্যবস্থা না থাকায় স্কুলে খেলার মাঠে সামান্য বৃষ্টি হলেও প্রায় হাঁটু পানি জমে থাকতে দেখা যায়।
অনুসন্ধানে জানা যায় বিদ্যালয়টি শিক্ষা ও মাঠের পরিবেশ ফিরিয়ে আনতে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণর জন্য ২০২২-২০২৩ অর্থ বছরে ৩য় পর্যায়ে টিআর প্রকল্পের আওতায় মাঠে মাটি ভরাট বাবদ ২লাখ ২০হাজার টাকা বরাদ্দ রয়েছে! এছাড়াও টিআর ২য় পর্যায়ে ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ সংস্কার নামে আরও ২লাখ৫০হাজার টাকা বরাদ্দ রয়েছে।
এছাড়াও উচ্চ বিদ্যালয়ের প্রধান গেইট হতে নতুন ভবন পর্যন্ত সংযোগ রাস্তা নির্মাণে বরাদ্দ রয়েছে ১লাখ টাকা। সচেতন অভিভাবক মহল উক্ত বরাদ্দের সঠিক ব্যায়ের মাধ্যমে মাঠের পানি নিষ্কাশনে মাঠ ভরাট ও উচু করার দাবী জানিয়ে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।