দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদেও দৌড়ঝাঁপ। সংসদ নির্বাচনে জামালপুর -২( ইসলামপুর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চান সাবেক ছাত্রনেতা, যুব নেতা, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামপুর পৌরসভার বারংবার নির্বাচিত মেয়র আব্দুল কাদের শেখ।
ইতি মধ্যে মোটরসাইকেল শোভাযাত্রা, গণসংযোগ ও মতবিনিময় সভা সহ প্রচার প্রচারনায় তাকে ঘিরে নেতাকর্মীরাও উজ্জীবিত।
আব্দুল কাদের শেখ বলেন, ১-১১ ফখরুদ্দিন ইয়াজউদ্দিন সরকারের সময়ে বেআইনিভাবে শেখ হাসিনাকে গ্রেফতারের প্রতিবাদ ও পরবর্তীকালে অবৈধ সরকারের বিরুদ্ধে এবং জননেত্রী শেখ হাসিনার মুক্তির আন্দোলনে নেতৃত্ব দেন।
তিনি বলেন, ছাত্র জীবন থেকে রাজপথে বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিলাম এখনো আছি। রাজপথের পরীক্ষিত সৈনিক হিসেবে পরিচিত তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ থেকে অধ্যবদি ক্ষমতায় থাকায় বাংলাদেশের সমস্ত এলাকায় সব সেক্টরে উন্নয়নের ছোয়া লেগেছে।
এই অঞ্চলের বেকারত্বদুর করা, কৃষি প্রধান এই জনপদের কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পণ্য কিভাবে ন্যায্য দামে বিক্রয় করতে পারেন সে বিষয়ে সুদৃষ্টি দেওয়াসহ প্রতিটি গ্রামে গঞ্জে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এবং জননেত্রী শেখ হাসিনার যে ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মান করতে তরুণ যুবকদের কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিনত করতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা তাকেই মনোনীত করবে বলে আশাবাদী তিনি ও তার সমর্থকরা।
মেয়র আব্দুল কাদের শেখ কে মনোনয়ন দিলে এই আসন থেকে তিনি বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হতে পারবেন বলেন দাবি করেছেন।