দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: পাগলা বাজার যানজট নিরসন কমিটির উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার( ২৬ সেপ্টেম্বর ) সকাল ১১টায় পাগলা বাজার ওয়াল্টন প্লাজার সামনে এই সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুলøা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নুরে আযম মিয়া ( পি.পি.এম)।
পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আলহাজ্ব মো মাহবুব হোসেন এর সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু, বাংলাদেশ আন্ত.জিলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ প্রমুখ।
পাগলা এলাকায় যানজট নিরসনে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ নারায়ণগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো: হুমায়ুন কবির, সহসভাপতি শিকদার মো: মাহবুবুর রহমান হক,বাংলাদেশ আন্ত:জিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার কার্যকরী সভাপতি মো বাবুল আহমেদ, পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাহবুবু আলম শিকদার, কোষাধ্যক্ষ মো জাহিদ হাসান বেলাল, যানজট নিরসন কমিটির সাংগঠনিক সম্পাদক মো আজিজুল হাওলাদার,ফতুলøা মডেল থানার সাব ইন্সপেক্টর আব্দুল আজিজ।
এ সময় প্রধান অতিথি বলেন,অত্র এলাকার যানজট নিরসনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এখানে দেখা যাচ্ছে যে,মার্কেটের সামনে যে জায়গাটুকু রয়েছে তা মার্কেটের ব্যবসায়ীরা দখল করে আছেন। যদি এ সম¯Í দখলকৃত জায়গা উদ্ধার করা যায় তাহলে যানজট অনেকাংশে কমে আসবে। তিনি আরও বলেন,এখানে যারা যানজট নিরসনে কাজ করবে তাদেরকে অবশ্যই সম্মান করতে হবে। অনেক গাড়ির চালক রয়েছেন যারা ট্রাফিক আইনকে সম্মান করতে চায়না। তবে যারা যানজট নিরসনে কাজ করবে তারা যদি টাকার বিনিময়ে কোন গাড়িকে ছাড় দেয় তাহলে সেগুলো আপনারা নজর রাখবেন। প্রয়োজনে মুঠোফোনে ভিডিও করে রাখবেন যেন পরবর্তীতে উক্ত নিরসন কর্মীকে হাতে-নাতে ধরা যায়।
বিশেষ অতিথি কাউসার আহমেদ পলাশ বলেন, এখানকার যানজট নিরসনে প্রথমত তালতলার যে সড়কটি রয়েছে তা উন্মুক্ত করতে হবে পন্যবাহী ট্রাকগুলোর জন্য। তাহলে এ সরু রা¯Íা দিয়ে ট্রাক প্রবেশ করবে না এবং যানজটও অনেকাংশে কমে আসবে। অধর মার্কেটের সামনের যে অংশটুকু দখল করে দোকান বসিয়েছে তা দ্রæত অপসারন করতে হবে।
এছাড়াও উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড মেম্বার মো জাহাঙ্গীর আলম, জাতীয় শ্রমিকলীগ ফতুলøা আঞ্চলিক শাখার সহসভাপতি হাজী মো আবুল হোসেন, আন্ত: জিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সম্পাদক মো জজ মিয়া, সহসভাপতি আব্দুল করিম তাপু,জাতীয় শ্রমিকলীগ ফতুলøা থানা শাখার অর্থবিষয়ক সম্পাদক মো জামাল আহম্মেদ।
মতবিনিময় সভা শেষে যানজট নিরসনে যুক্ত কর্মীদের গায়ে এপ্রোন পড়িয়ে দেন উপস্থিত অতিথিবৃন্দ।