দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: জামালপুর জেলার ইসলামপুর উপজেলা যমুনা নদী অকল্পনীয় ভঙ্গন ঠেকাতে নদী সংস্কার ও স্থায়ী বাধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হওয়া প্রসঙ্গে।
জামালপুর জেলার ইসলামপুর উপজেলাধীন নোয়ারপাড়া ইউনিয়নের জামাতামা কাঠমা এলাকাবাসী উদ্যোগে যমুনা নদী অকল্পনীয় ভঙ্গন ঠেকাতে নদী সংস্কার ও স্থায়ী বাধের দাবিতে মানববন্ধন একটি মানববন্ধন কর্মসূচি কাঠমা যমুনা নদীর পাড় এলাকায় পালিত হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে নোয়ারপাড়া ইউনিয়নের নদী ভাঙ্গনের ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন, বক্তারা বর্ষার মৌসুমে আবারোও যমুনা নদী ভাঙনে ফলে বিনষ্ট হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান ঘরবাড়ি, বিভিন্ন ফসলাদি, সহ সবকিছু হারিয়েছেন বলে অভিযোগ করেন এবং নোয়ারপাড়া ইউনিয়নের, কাঠমা গ্রামে স্থায়ী বাঁধের দাবিতে জানান।