দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: আদালতে মামলা চললেও জোড়পুর্বক ড্রেজার দিয়ে বালু ভরাট করে জমি দখলের অভিযোগ উঠেছে মো.আনিসুর রহমানগংদের বিরুদ্ধে। এ বিষয়ে সোনারগাঁ পৌরসভা দৌলেরবাগ এলাকার মৃত.ইদ্রিস আলীর ছেলে মো.সিরাজুল ইসলাম সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুদ্রে জানা যায়, সোনারগাঁ থানাধীন চিলারবাগ ও দৈলেরবাগ মৌজাস্থিত সিএস ও এসএ ৬৯,৭০,৮৫ আরএস ১৪২.১৪৩ ও ১৪৪ দাগের ৪৮ শতাংশ হতে ৪ শতাংশ জমি ক্রয়সুত্রে মালিক হয়ে ভোগ—দখল করিয়া আসছি। উক্ত সম্পত্তি ভোগ—দখল থাকাবস্থায় বিবাদীরা অধমার সম্পত্তি নিজেদের দাবী করে উক্ত সম্পত্তি দখলের জন্য আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকী প্রদান করে আসছে।
এ বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার সালিস মিমাংশা করার চেষ্টা করলেও বিবাদীরা মিমাংশায় আসতে চায়না। যার ফলে আমি উক্ত সম্পত্তি নিয়ে আদালতে একটি দেওয়ানী মামলা দায়ের করি যার নং ১২/২০২২। উক্ত মামলার কার্য শেষে আমার পক্ষে রায় আসে।
এ নিয়ে বিবাদীরা পুনরায় আদালতে একটি দেওয়ানী মামলা করে যার নং ৪২৬/২২। আদালতে মামলা চলমান থাকাবস্থায় বিবাদী দৌলেরবাগ এলআকার মৃত.আনোয়ার হোসেনের ছেলে আনিসুর রহমান @ জনি,আরিফুল ইসলাম @ সুজন,মোগড়াপাড়া হাবিবপুর এলাকার আনোয়ার বাবুর্চি ছেলে মো.আরিফসহ অজ্ঞাতনামা ৪/৫জন ৪ অক্টোবর সকাল ১০টায় বালু দিয়ে আমার সম্পত্তি ভরাট করার অপচেষ্টা করে।
আমি তাদের এরুপ কাজে বাধা প্রদান করলে বিবাদীরা আমাকে অকথ্য ভাষায় গালাগাল এবং মারপিট করতে উদ্যত হয়। বিবাদীরা যে কোন সময়ে আমার সম্পত্তি জোড়পুর্বক বালি ভরাট কেও দখল করবে এবং আমি এতে বাধা প্রদান করলে তারা আমাকে মারপিটসহ খুন জখম করিবে বলে প্রান নাশের হুমকী প্রদান করে।
বিবাদীরা খুবই খারাপ প্রকৃতির লোক এবং তারা আমাকে ও আমার লোকজনকে খুন করিয়া দাঙ্গাহাঙ্গামা করত আইন—শৃংখলার পরিস্থিতি অবনতি করতে পারে বলে আমি ভীত ও শংকার মাঝে দিনানিপাত করছি।