দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: জামালপুর জেলার ইসলামপুরে পৌর এলাকায় বিনামূল্যে প্রায় ৬শ ৫০ জন রোগীকে চক্ষু সেবায় চিকিৎসা প্রদান করা হয়েছে।
শনিবার (০৭ আগস্ট ) সকাল থেকে ডাক্তার খোরশেদুজ্জামান মিশ্রি মিয়া কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে, লায়ন্স চক্ষু হসপিটাল ঢাকা এর বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়াম প্রাঙ্গণে এই চিকিৎসা সেবা দেওয়া হয়।
উক্ত চক্ষু সেবায় ইসলামপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ নুর ইসলাম নূর, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, গোয়ালেরচর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শহীদুর রহমান (কালু),সহ এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।
চক্ষু সেবা আয়োজন করেন আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে জামালপুর ২ ইসলামপুর – ১৩৯ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মিশ্রি মিয়া কল্যাণ ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টি, এস এম শাহিনুজ্জামান শাহীন এতে সাত জন অভিজ্ঞ চক্ষু চিকিৎসক সেবা দেন।
চিকিৎসা নেন ৩৯৬ জন রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং ওষুধ বিতরণ করা হয়। এছাড়া ১৫৪ জন চোখে ছানি পড়া রোগী বাছাই করা হয়।
যাদের ছানি অপারেশন,পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, যথাযথ কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।