দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোস্তাক আহমেদকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।
মঙ্গলবারে(২৪ অক্টোবর) উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরে আজাদ ইমরান ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমনের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনের দলীয় শৃঙ্খলা ভঙ্গের সাথে জড়িত থাকার অপরাধে এ সাময়িক অব্যাহতি প্রদান করা হয়।
জানা যায়, গত ২১ অক্টোবর অব্যাহতি পাওয়া ওই ছাত্রলীগ নেতা তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন
যেখানে সারা বিশ্ব ফিলিস্তিনিদের জন্য দোয়া করছেন এবং আল্লাহর দরবারে প্রার্থনা করছেন তাদের জান মালের রক্ষার জন্য ঠিক তেমনি বাংলাদেশও তার ব্যতিক্রম নয়।
আমাদের দেশের মুসলিম সমাজও দোয়া করার পাশাপাশি নিজেদের জানান দিতে সারাদেশে প্রায় সব জায়গাতেই বিক্ষোভ মিছিল করেছেন। আর ঠিক এমন সময় আমাদের এখানে ব্যতিক্রম আয়োজন। এটি মাননীয় ধর্ম প্রতিমন্ত্রীর কোন ধরনের ধর্মীয় আচার? চিত্র নায়ক নায়িকাদের এনে নাচ গানের আয়োজন করা তাও আবার স্বয়ং ধর্ম প্রতিমন্ত্রীর উপস্থিতিতে। তিনি হলেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি।
উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরে আজাদ ইমরান ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয় কেন তার বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত জবাব আগামী ৩ কার্য দিবসের মধে স্বশরীরে উপস্থিত হয়ে উপজেলা ছাত্রলীগের সার্ভিস সেলে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।