দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: জামালপুরের ইসলামপুর চিনাডুলী ইউনিয়নে চেয়ারম্যান আব্দুস সালামের উদ্যোগে আয়োজিত “আমার ইসলামপুর আমার গর্ব” শীর্ষক প্রামাণ্য চিত্র প্রদর্শনীতে ভাংচুর ও অনুষ্ঠান পন্ড করে দিয়েছে ঐ এলাকার জনগণ।
শনিবার গত (২১ অক্টোবর) জামালপুর ইসলামপুর গুঠাইল স্কুল এন্ড কলজে মাঠে এঘটনা ঘটে।
সূত্র জানায়, অনুষ্ঠানটি সন্ধ্যা সাড়ে ৭ টায় শুরু হওয়ার প্রায় পৌনে ১ ঘন্টার মাথায় সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়ে চেয়ার ভাংচুর করে।এসময়ে অনুষ্ঠান পরিচালনা কমিটি জনতার রোশানল থেকে বাচাঁর জন্য অনুষ্ঠানটি সাময়িক ভাবে স্থগিত করলেও পরে সেটা আর বাস্তবায়ন হয়নি।
এ বিষয় নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দর্শক জানান, চিনাডুলি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম জনগণের সঙ্গে ধোঁকা দিয়েছেন। মাইকিং করে এবং ব্যানারের যে সব শিল্পীদের নাম দিয়েছে বা প্রচার করেছে, সেইসব শিল্পীরা উপস্থিত না থাকায় জনগণ ক্ষুব্ধ হয়ে। তবে কোন হতাহত ঘটনা শোনা যায়নি।
এ বিষয় চেয়ারম্যান আব্দুস সালামের সাথে মুঠো ফোলে যোগাযোগ করলেন শিল্পীদের পারিশ্রমিক ও ছাত্রলীগ যুবলীগের মধ্যে মারামারি হওয়া বিষয়টি কৌশলে এড়িয়ে যান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।