দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ইসলামপুর উপজেলার ৯নং গোয়ালেরচর ইউনিয়নের মহলগিরি বাজার, মাহমুদপুর বাজার,ও করোনা বাজার এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
গনসংযোগ ও লিফলেট বিতরণে জামালপুর ও শেরপুর জেলার সংরক্ষিত মহিলা আসনের এমপি জনাব হোসনে আরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময়ে প্রধান অতিথি বলেন, দীর্ঘ ১৪বছরে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নকে ধরে রাখতেই আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।
এই ছাড়াও ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোঃ সুজন মিয়া, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ছিনার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মামুন চিশতী, সহ আওয়ামীলীগ অঙ্গও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।