দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: জামালপুরের ইসলামপুরে প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে একজন আটক করেছে থানা পুলিশ।
বুধবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে ইসলামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক আবুল শেখকে
আটক করা হয়।
আটককৃত আবুল শেখ(৬০) একই এলাকার মৃত খালেকের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চিনাডুলী ইউনিয়নের ছোট দেলিপাড় পূর্ববামনা গ্রামের আজির উদ্দিন মন্ডলের বাক ও শ্রাবণ প্রতিবন্ধী মেয়ে (৩৬)কে গত ১৩অক্টোরব সন্ধ্যায় আবুল শেখেকের মুদির দোকানে পান ক্রয় করতে যায়।
আবুল শেখ বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ১৮ অক্টোবর ভোক্ত ভোগী ধর্ষিতার মা নাজমা বেগম বাদী হয়ে ইসলামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অভিযোগ দায়ের করে।
অভিযোগ পেয়ে ইসলামপুর থানা পুলিশ বুধবার রাতেই অভিযান চালিয়ে ধর্ষক আবুল শেখকে তার নিজ বাড়ি মুদির দোকান থেকে আটক করে।
এ ব্যাপারে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সুমন তালুকদার জানান, বাদীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে অভিযুক্ত আসামী আবুল শেখকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।