দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ইসলামপুরে মাদ্রাসার সুপার এর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, সার্টিফিকেট জালিয়াতি ও মসজিদের জমি দখল মুক্ত করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর)জামালপুর জেলার ইসলামপুরে নোয়ারপাড়া ইউনিয়নের তারতাপাড়া মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় প্রশাসনের নিকট তারতাপাড়া জামে মসজিদের জমি উদ্ধার সহ বীর মাইজ বাড়ী বালিকা দাখিল মাদ্রাসা’র সুপার মোঃ আব্দুল হালিম এর দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করছি।
বীর মাইজ বাড়ী বালিকা দাখিল মাদ্রাসা এর সুপার মোঃ আব্দুল হালিম এর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, সার্টিফিকেট জালিয়াতি সহ বিভিন্ন ধরণের অপকর্ম কাজে সম্পৃক্ত ও মসজিদের জমি দখল মুক্ত করার বিষয় তুলে ধরেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মেলান্দহ উপজেলার পয়লা বানিয়াবাড়ী মাদ্রাসার প্রফেসর মাওলানা আব্দুল হাকিম, তরতাপাড়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বেলাল সেক,সহ-সভাপতি আনোয়ার হোসেন আন্না, এলাকাবাসী সহ প্রমুখ উপস্থিত ছিলেন।