দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: জামালপুর জেলার ইসলামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ শেখ রাসেল এর ৬০ তম জন্মদিন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (১৮ অক্টোবর) সকালে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান এস, এম জামাল আব্দুন নাছের বাবুল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া ও উপজেলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ও বিভিন্ন স্কুলের শিক্ষক, ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন।